শুরুর কথা
বর্তমান সময়ের জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সি অন্যতম। আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যাত্রা শুরু হয় সি দিয়ে। বর্তমানে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জনপ্রিয়তার শীর্ষে আছে সেসব গুলোর কোন না কোন অংশ সি থেকে নেওয়া হয়েছে। যেমনঃ সি++, পিএইচপি, জাভা, সি#…
কম্পিউটার তো আসলে গণনা করার যন্ত্র, তাই না? যদিও আমরা এটি দিয়ে গান শুনি, ভিডিও দেখি, গেমস খেলি, আরও নানা কাজ করি। আসলে শেষ পর্যন্ত কম্পিউটার বোঝে শূন্য (0) আর একের (1) হিসাব। তাই ব্যবহারকারী (user) যা-ই করুক না কেন, কম্পিউটার কিন্তু সব কাজ গণনার মাধ্যমেই করে। কম্পিউটারের ব্যবহার এত ব্যাপক হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে নানা রকম সফটওয়্যার দিয়ে নানা ধরনের কাজ করা যায় কম্পিউটারে।
এসব সফটওয়্যার তৈরি করতে হয় প্রোগ্রাম লিখে অর্থাৎ কী হলে কী করবে এটি প্রোগ্রামের সাহায্যে কম্পিউটারকে বোঝাতে হয়।এই পোষ্ট থেকে আমি নিয়মিত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাদের ধারনা দেওয়ার চেষ্টা করব। আশাকরি সবগুলো পোষ্ট শেষ হলে আপনারা সি প্রোগ্রামিং সম্পর্কে ভাল একটা ধারনা পাবেন এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে নিজ থেকে প্রোগ্রাম লিখতে পারবেন।আশা করছি, তুমি ধৈর্য নিয়ে বাকি অধ্যায়গুলো পড়বে এবং সবগুলো প্রোগ্রাম কম্পিউটারে চালিয়ে দেখবে। তোমার জন্য শুভ কামনা।
শুরুর কথা
বর্তমান সময়ের জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সি অন্যতম। আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যাত্রা শুরু হয় সি দিয়ে। বর্তমানে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জনপ্রিয়তার শীর্ষে আছে সেসব গুলোর কোন না কোন অংশ সি থেকে নেওয়া হয়েছে। যেমনঃ সি++, পিএইচপি, জাভা, সি#…
কম্পিউটার তো আসলে গণনা করার যন্ত্র, তাই না? যদিও আমরা এটি দিয়ে গান শুনি, ভিডিও দেখি, গেমস খেলি, আরও নানা কাজ করি। আসলে শেষ পর্যন্ত কম্পিউটার বোঝে শূন্য (0) আর একের (1) হিসাব। তাই ব্যবহারকারী (user) যা-ই করুক না কেন, কম্পিউটার কিন্তু সব কাজ গণনার মাধ্যমেই করে। কম্পিউটারের ব্যবহার এত ব্যাপক হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে নানা রকম সফটওয়্যার দিয়ে নানা ধরনের কাজ করা যায় কম্পিউটারে।
এসব সফটওয়্যার তৈরি করতে হয় প্রোগ্রাম লিখে অর্থাৎ কী হলে কী করবে এটি প্রোগ্রামের সাহায্যে কম্পিউটারকে বোঝাতে হয়।এই পোষ্ট থেকে আমি নিয়মিত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাদের ধারনা দেওয়ার চেষ্টা করব। আশাকরি সবগুলো পোষ্ট শেষ হলে আপনারা সি প্রোগ্রামিং সম্পর্কে ভাল একটা ধারনা পাবেন এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে নিজ থেকে প্রোগ্রাম লিখতে পারবেন।আশা করছি, তুমি ধৈর্য নিয়ে বাকি অধ্যায়গুলো পড়বে এবং সবগুলো প্রোগ্রাম কম্পিউটারে চালিয়ে দেখবে। তোমার জন্য শুভ কামনা।
0 Comments